চান্দগাঁও খেলোয়াড় সমিতি আয়োজিত আব্দুল শুক্কুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে চান্দগাঁও আবাসিক এলাকা মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে মেয়র বলেন, আব্দুল শুক্কুর একজন উঁচু মাপের খেলোয়াড় এবং খেলোয়াড় সৃষ্টির কারিগর ছিলেন। তাঁর অনুপ্রেরণায় এই চট্টগ্রামে জাতীয় পর্যায়ের অনেক ফুটবলার সৃষ্টি হয়েছে।
ফাইনালে এয়ামিন স্মৃতি সংসদ ২-০ গোলে রুহুল কাদের স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন জিয়াউর রহমান, সর্বোচ্চ গোলদাতা ফরহাদ উদ্দিন জুয়েল ও মো. শাহীন চৌধুরী ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন।
আব্দুল শুক্কুর চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক নোমান আল মাহমুদ, কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, আশরাফুল আলম, চট্টগ্রাম মোহামেডামের কোচ নুরুল ইসলাম লেদু, সিজেকেএসের যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, ক্রীড়া সংগঠক মো. ইসা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আলী হোসেন, মো. সাইফুদ্দিন, মো. সোহেল, আবু বক্কর চৌধুরী, মো. জসীম, মো. জুয়েল, মো. টিটু, মো. আলাউদ্দিন, মনরঞ্জন দাশ, মো. সেলিম, নেজাম, মানিক প্রমুখ।
পরে মেয়র বিজয়ী ও বিজিত দলের ম্যানেজার, অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
জয়নিউজ/কাউছার/বিশু/জুলফিকার