চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে আহত এক নারী চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সোমবার (৯ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়। নিহত নারীর নাম ইছমু আক্তার (৩৫)। তিনি উপজেলার পাইন্দং ইউপির বেড়াজালি গ্রামের ওমান প্রবাসী মো. ফোরকানের স্ত্রী।
জানা গেছে, গতকাল রবিবার বেলা ১২টার দিকে উপজেলার ভূজপুর নাশন্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন সড়কে দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ঘটনাস্থলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো. শাকিল (২০) মারা যায়। গুরুতর আহত হয় ইছমু আক্তার (৩৫) ও তার দুই মেয়ে রাইসা মনি (৬) ও ওয়াজিয়া (১৫)।
তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইছমু আক্তার মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য ও পার্শ্ববর্তী বাসিন্দা আনোয়ারুল আজিম। নিহতের পরিবারের বরাতে তিনি জানান, সোমবার বেলা সাড়ে ৩টায় তার জানাযা শেষে দাফন করা হবে।
জেএন/পিআর