প্রার্থিতার জন্য হাইকোর্টে খালেদা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

- Advertisement -

রোববার বিএনপি চেয়ারপারসনের পক্ষে তার আইনজীবীরা উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় মনোননয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনটি রিট আবেদন করেন। ব্যারিস্টার নওশাদ জমির সাংবাদিকদের রিটের বিষয়টি নিশ্চিত করেন।

- Advertisement -google news follower

এর আগে ৩০ ডিসেম্বরের নির্বাচনের জন্য খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতারা। কিন্তু গত ২ ডিসেম্বর দণ্ডের কারণ দেখিয়ে প্রাথমিক বাছাইয়ে তিনটি মনোনয়নপত্রই বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তারা। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন খালেদা জিয়া।

কিন্তু শনিবার নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে আপিল কর্তৃপক্ষ খালেদার আবেদনের শুনানিতে অংশ নেয়। পরে সন্ধ্যায় ইসি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয় যে, খালেদা জিয়ার তিনটি আবেদনের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তই বহাল থাকবে।

জয়নিউজ/পলাশ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM