অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে বাংলাদেশি ব্যাংকারের মৃত্যু

প্রবাসী ডেস্ক :

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ (৩৪) নামে এক বাংলাদেশি ব্যাংকারের মৃত্যু হয়েছে।

- Advertisement -

রোববার নিউ সাউথ ওয়েলসের উপকূল কোলেডেলের শার্কির বিচ গ্র্যান্ড প্যাসিফিক ড্রাইভে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

সাইফুল্লাহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা এলাকার একেএম জাকির হোসেনের ছেলে। তিনি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির প্রধান শাখায় সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, গত ১১ এপ্রিল অস্ট্রেলিয়ার উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন সাইফুল্লাহ। রোববার দুপুরে বন্ধুদের নিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে উপকূলে ঘুরতে যান। সেখানে ঢেউ এসে তাদের চার বন্ধুকে সাগরের গভীরে নিয়ে যায়। তিনজন ফিরলেও ভেসে যান সাইফুল্লাহ।

- Advertisement -islamibank

পরে উদ্ধারকারী দল তার লাশ উদ্ধার করে। সাগরে ডুবে মৃত্যুর আগে বন্ধুদের সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন এই ব্যাংকার। তার মৃত্যুর খবরে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বড় ভাই নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, অস্ট্রেলিয়া যাওয়ার দুদিনের মাথায় বন্ধুদের নিয়ে সমুদ্রপাড়ে ঘুরতে যায় সাইফুল। হঠাৎ ঢেউ এসে তাদের চারজনকে তলিয়ে নেয়। তিন বন্ধু ফিরলেও সে কূলে আসতে পারেনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM