রাজধানী ও আশপাশ এলাকায় আলুর বাজারে অস্থিরতা দেখা গেছে। ঈদ শেষ হতে না হতেই কেজিতে ১২-১৫ টাকা বেড়েছে আলুর দাম। ফলে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।
সোমবার (১৫ এপ্রিল) রাজধানীর বেশ কয়েকটি খুচরা বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
আলুর এমন হুট করে দাম বৃদ্ধির পেছনে সিন্ডিকেটের কারসাজি বলে অভিযোগ দোকানদার ও ক্রেতাদের।
তাদের অভিযোগ, আলুর বাজার সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এই সময় সাধারণত আলু ২০ টাকা কেজি থাকার কথা। কিন্তু সেই আলু বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়।
অথচ সরকার আলুর দাম নির্ধারণ করে দিয়েছে ২৯ টাকা।
বিক্রেতারা বলছেন, রমজানের আগে থেকে বাড়তি দামে আলু বিক্রি হচ্ছে। এখন আলুর মৌসুম। তারপরও আলু বিক্রি করতে হচ্ছে ৪৫-৪৮ টাকা। কোথাও ৫০-৫২ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, মৌসুমের শুরুতেই দাম ৫০ টাকা হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। মজুতদাররা কৃত্রিম সংকট তৈরি করে অস্থিতিশীল করছেন বাজার। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবিও করেন তারা।
জেএন/এমআর