লক্ষ্মীপুরে ২৪ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার চার আসনে এক স্বতন্ত্রসহ ২৪ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

- Advertisement -

সোমবার (১০ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল ২৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

- Advertisement -google news follower

প্রার্থীরা হলেন- লক্ষ্মীপুর-১ আসনে (রামগঞ্জ) আনোয়ার হোসেন খাঁন (নৌকা), শাহাদাত হোসেন সেলিম (ধানের শীষ), মোশারফ হোসেন (আম), মো. আলমগীর হোসাইন (কাঠাল), মো. রফিকুল ইসলাম (হাতপাখা), মো. সিরাজ মিয়া (টেলিভিশন), রেজাউল করিম (হারিকেন)।

লক্ষ্মীপুর-২ আসনে (সদরের একাংশ-রায়পুর উপজেলা ) আবুল খায়ের ভূঁইয়া (ধানের শীষ), মোহাম্মদ নোমান (লাঙ্গল), স্বতন্ত্র শহিদুল ইসলাম পাপুল (আপেল), মোহাম্মদ উদ্দিন (চেয়ার), শাহাজাহান পাটওয়ারী (হাতপাখা), শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপন (হারিকেন)।

- Advertisement -islamibank

লক্ষ্মীপুর-৩ আসেনে (সদর) একেএম শাহাজাহান কামাল(নৌকা), শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (ধানের শীষ), নূর মোহাম্মদ (কাঠাল), মো. ইব্রাহিম (হাত পাখা), সেলিম মাহমুদ (আম)।

লক্ষ্মীপুর-৪ আসনে (কমলনগর-রামগতি) আব্দুল মান্নান (নৌকা), আ স ম আবদুর রব (ধানের শীষ), তানিয়া রব (তারা), মিলন কৃষমন্ডল (মই), মো. শরীফুল ইসলাম (হাতপাখা),আব্দুর রাজ্জাক চৌধুরী (কাঠাল)।

জয়নিউজ/মনির/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM