আইএমএফের ১০ শর্তের ৯টিই পূরণ করেছে বাংলাদেশ

অর্থনীতি ডেস্ক :

আইএমএফের দেওয়া ১০টি শর্তের মধ্যে ৯টিই পুরন করেছে বাংলাদেশ। আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন সংস্থাটির প্রতিনিধি দল।

- Advertisement -

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছেন, রিজার্ভ সহায়তা ঋণের বাকি অর্থ ছাড় পেতে কোনো বাঁধা নেই।

- Advertisement -google news follower

সোমবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠকের প্রথম দিন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন গর্ভনর।

কোভিড কিংবা উন্নত দেশগুলোর মধ্যে স্বার্থের দন্দ্বে যে যুদ্ধ, তার কোনো কিছুতে নেই বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলো।

- Advertisement -islamibank

কিন্তু তারপরও করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অযুহাতে গেল দু’বছরে বেড়েছে জিনিসপত্রের দাম।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিয়েভা প্রত্যাশা ব্যক্ত করে জানান, আসছে বছরগুলোতে চাঙ্গা হবে বিশ্ব অর্থনীতি। তবে সে ক্ষেত্রে শঙ্কা তৈরি করেছে যুদ্ধ।

বৈশ্বিক সংকটে চাপে বাংলাদেশ দারস্থ হয়েছিল আইএমএফের। রিজার্ভ সহায়তা পেতে সংস্থাটি ১০ দফা শর্তজুড়ে দেয়। গভর্নর বলছেন, প্রায় সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ।

তিনি জানান, আগামী সপ্তাহেই বাংলাদেশ সফরে আসবে আইএমএফ প্রতিনিধি দল। তিনি আরও জানান, মরিশস থেকে রেমিট্যান্স পাঠানো সহজ করতে আলাপ হয়েছে দেশটির গভর্নরের সঙ্গেও।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM