কক্সবাজার শহরের হোটেল ওশান প্যারাডাইসের সুইমিংপুলে গোসল করতে নেমে একজন পর্যটক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল ১৬ এপ্রিল (মঙ্গলবার) দুপুর আড়াইটার সময় কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল ওশান প্যারাডাইসের সুইমিংপুলে এই ঘটনা ঘটেছে।
নিহত শিশুটির নাম, সাফানা খান (৩ বছর ৬ মাস)। সে ঢাকার যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকার মো. মনিরুজ্জামান খানের মেয়ে।
হোটেল কর্তৃপক্ষ ও স্বজনদের বরাতে কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে মনিরুজ্জামান খান, তার স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন।
তারা পৌঁছার পর দুপুর ২ টার দিকে হোটেল ওশান প্যারাডাইসে ওঠেন। পরে তারা সবাই মিলে হোটেলটির সুইমিংপুলে গোসল করতে যান।
এসময় সাফানা খান ও তার সাত বছর বয়সী এক ভাইকে সুইমিংপুলের পাশে বসার সিটে রেখে বাবা-মা কাপড় পাল্টাতে যান।
এক পর্যায়ে সাফানা সুইমিংপুলে অন্যদের গোসল করতে দেখে নিজেও নেমে যায়। এসময় সুইমিংপুলের ওপরে থাকা ভাইয়ের শোর-চিৎকারে সেখানে হোটেলের দায়িত্বরত কর্মি সাফানাকে উদ্ধার করেন।
পরে খবর শুনে বাবা-মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে হোটেলের গাড়িতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রকিবুজ্জামান জানান, শিশুটির বাবা-মা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অসাবধনতাবশত এ ঘটনা ঘটেছে বলে লিখিতভাবে অবহিত করেছেন।
পরে প্রশাসনের অনুমতির প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেএন/পিআর