বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে ব্যাপক সংঘর্ষ চলছে কিছুদিন ধরে। এতে হতাহত হচ্ছেন স্থানীয় অনেকেই। প্রতিদিন বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে পালিয়ে আসছেন মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি ও সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে আশ্রয়ের আশায় বাংলাদেশে ঢুকল মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী।
জানা গেছে, টেকনাফের নাফ নদীতে নতুন করে ১৩ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করেছেন।
কোস্টগার্ড তাদের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত বলেন, নাফ নদী সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এসময় তারা কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন।
পরবর্তীতে কোস্ট গার্ড বিজিপি সদস্যদের বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১৩ বিজিবি) নিকট হস্তান্তর করে।
উল্লেখ্য, বর্তমানে মিয়ানমারের ২৭৪ জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে।
বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে চলা সংঘর্ষে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন।
জেএন/পিআর