খাতুনগঞ্জের পাইকারি বাজারে জেলা প্রশাসনের মনিটরিং

অনলাইন ডেস্ক

খাতুনগঞ্জের পাইকারি বাজারে ক্রয়-বিক্রয় রশিদ ছাড়া পণ্য বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন জেলা প্রশাসন।

- Advertisement -

শনিবার (২০ এপ্রিল) বিকাল ৩ টা থেকে ৪ টা ৪৫ মিনিট পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাকলিয়া সার্কেল ভূমি অফিস এই মনিটরিং কার্যক্রমের নেতৃত্ব দেন।

- Advertisement -google news follower

এসময় সাথে ছিলেন কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তা এবং কোতোয়ালী থানার একটি পুলিশ টীম।

মনিটরিংকালীন সময়ে আড়ত সমূহে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্র‍য়-বিক্রয় রশিদ সংরক্ষণ করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়৷ ঈদ পরবর্তী সময়ে পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অযৌক্তিকভাবে না বাড়ানোর বিষয়ে বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়।

- Advertisement -islamibank

এসময়, ক্রয়-বিক্রয় রশিদ ছাড়া পণ্য বিক্রি করায় দুই ব্যবসায়ীকে কৃষি বিপনন আইন, ২০১৮ মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জেএন/হিমেল/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM