দেশে তীব্র দাবদাহ বয়ে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস অনলাইনে ও পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও ডিনদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের চলমান দাবদাহের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে ও পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এভাবে ক্লাস-পরীক্ষা চলবে।
এদিকে তীব্র দাবদাহের কথা বিবেচনা করে সারা দেশে স্কুল, কলেজ ও মাদরাসা আগামী শনিবার (২৭ এপ্রিল) পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।
জেএন/এমআর