জাপানের অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নের পথপ্রদর্শক : মেয়র

অনলাইন ডেস্ক

জাপানের অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

- Advertisement -

সোমবার জাপানে দ্য অ্যাসোসিয়েশন ফর ওভারসিজ টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড সাসটেইনেবল পার্টনারশিপস (এওটিএস) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় কী-নোট স্পিকারের বক্তব্যে এ মন্তব্য করেন মেয়র।

- Advertisement -google news follower

তিনি জাপান-বাংলাদেশের সম্পর্কোন্নয়নে গুরুত্বারোপ করে বলেন, মানব সম্পদ উন্নয়নে জাপান এওটিএস চট্টগ্রাম এওটিএস এলামনাই সোসাইটির সাথে সমন্বিতভাবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যার ফলে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কর্মরত ব্যক্তিবর্গ এওটিএস এর প্রশিক্ষণ নিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হচ্ছেন।

দ্য অ্যাসোসিয়েশন ফর ওভারসিজ টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড সাসটেইনেবল পার্টনারশিপস (এওটিএস) হল প্রশিক্ষণ, বিশেষজ্ঞ প্রেরণ এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে প্রযুক্তিগত সহযোগিতার প্রচারের জন্য উন্নয়নশীল দেশগুলিতে মানব সম্পদ উন্নয়নের জন্য একটি সংস্থা।

- Advertisement -islamibank

এসময় মেয়রের সাথে ছিলেন কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মেয়রের একেন্ত সচিব আবুল হাশেম, ততত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিনসহ প্রশিক্ষণার্থীরা৷

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM