আব্দুল্লাহ আল নোমান ও মহিবুল হাসান চৌধুরী নওফেল। দুইজন দুই রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতা। একজন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। অন্যজন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাদের দুইজনের বাড়ি রাউজান উপজেলার একই স্থানে। সম্পর্কে আত্মীয়ও তারা।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম – ১০ (হালিশহর-ডবলমুরিং) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল নোমান। চট্টগ্রাম – ৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মঙ্গলবার (১১ ডিসেম্বর সকালে দুইজন নির্বাচনি প্রচারণা শুরু করেছেন একই স্থান থেকে। শাহ সুফি আমানত খানের (র.) মাজার জিয়ারত করতে ওই এলাকায় আব্দুল্লাহ আল নোমান যখন যাচ্ছিলেন, তখন গাড়ি নিয়ে বক্সির হাটের দিকে নির্বাচনি প্রচারণায় যাচ্ছিলেন নওফেল। তাঁর সঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। এ সময় আব্দুল্লাহ আল নোমানকে দেখে গাড়ি থামিয়ে নেমে আসেন নওফেল। তিনি সালাম দিয়ে নোমানকে জড়িয়ে ধরেন। এ সময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়।
নগর ছাত্রদল নেতা মহসিন কবির আপেল জয়নিউজকে বলেন, আব্দুল্লাহ আল নোমান ও এবিএম মহিউদ্দিন চৌধুরী সম্পর্কে মামা-ভাগনে। এ সম্পর্কের উর্ধ্বে ছিল তাদের বন্ধুত্ব। শাহ সুফি আমানত খানের (র.) মাজারে নোমান ভাই জিয়ারত করতে যাওয়ার সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওফেল এগিয়ে এসে তাঁকে জড়িয়ে ধরেন।
এর আগে সকাল ৯টায় শাহ সুফি আমানত খানের (র.) মাজার জিয়ারত শেষে গণসংযোগ শুরু করেন নওফেল। এরপর বেলা সাড়ে ১১টায় সেখানে মাজার জিয়ারত করতে যান নোমান।
জয়নিউজ/ফরহান অভি/আরসি