আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে মনোনীত প্রার্থীদের প্রচারের লক্ষ্যে গঠিত ‘তারুণ্যের মঞ্চ’র উদ্বোধন করা হয়েছে। ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই তারুণ্যের মঞ্চ গঠন করা হয়।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম (আইইবি) মিলনায়তনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঞ্চের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, নতুন প্রজন্ম বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তারা অর্থনৈতিক মুক্তির হাতিয়ার। তারা পরিশুদ্ধ। তারাই আমাদের উজ্জ্বল ভবিষ্যতের মানব সম্পদ।
একটি জ্ঞান ও প্রযুক্তিনির্ভর অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে সিটি মেয়র আরো বলেন, স্বাধীনতাবিরোধীরা তো নয়ই, তাদের সহযোগী কেউই এদেশের রাজনীতি যেন করতে না পারে, তা নিশ্চিত করতে তরুণদের ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে নৌকা প্রতীকে ভোট দিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী রাজীব বড়ুয়ার সভাপতিত্বে ও ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রাশেদুল আবেদীন সাজিদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি প্রকৌশলী মো. হারুন, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী ড. রফিকুল আলম, আইইবির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী সাদেক মো. চৌধুরী, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
উপস্থিত ছিলেন অধ্যাপক প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া, নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শফর আলী, কার্যনির্বাহী সদস্য হাজী বেলাল আহমেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, আওয়ামী লীগ নেতা মো. আজাদ খান, চুয়েট ছাত্রলীগের সভাপতি সাঈদ ইমাম বাকের, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের ট্রাস্টি সরিৎ চৌধুরী সাজু প্রমুখ।
পরে ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্যরা নগরের সংসদীয় আসন ৮, ৯, ১০ ও ১১ নির্বাচনি এলাকায় গণসংযোগ ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক প্রচারণা কার্যক্রমের প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন।