সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি রানা, সম্পাদক ফারুক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে কর্মরত সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের আনন্দ সম্মিলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

রোববার (২৮ এপ্রিল) পটিয়ার উত্তরসূরী রিসোর্টে এই সম্মিলন অনুষ্ঠিত হয়। এতে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

- Advertisement -google news follower

ফোরামের সভাপতি চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান এসএম রানাকে সভাপতি ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য কর্মকর্তারা হলেন-সহ-সভাপতি মিজানুল ইসলাম (দৈনিক যুগান্তর) ও সরওয়ার আমিন বাবু (এশিয়ান টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার ফয়সাল (প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান (দৈনিক পূর্বকোণ), অর্থ সম্পাদক সরওয়ার কামাল, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান (ঢাকা পোস্ট), প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম (বাংলানিউজ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়া শর্মা।

- Advertisement -islamibank

এছাড়া কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন সুজন আচার্য্য (বাংলা টিভি), শরীফুল ইসলাম রুকন (একুশে পত্রিকা) ও নবাব মিয়া (এখন টিভি)।

সাধারণ সভায় সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি হোসাইন তৌফিক ইফতিখার বলেন, ‘আমরা নিজেরা বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে জড়িত। কিন্তু এরপরও নাড়ির টানে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।

এলাকার সবাই একত্রে মিলেমিশে থাকার আমরা এই প্লাটফর্ম তৈরি করেছি। আমরা এলাকার উন্নয়নে কাজ করব। এলাকায় অপরাধ দমনে কলম ধরবো। সবমিলিয়ে এলাকা ভালো থাকলে আমরাও ভালো থাকবো।’

সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুল ইসলাম বলেন, ‘আগামী দিনে সবাই মিলে আমরা যার যার অবস্থান থেকে সংগঠন ও এলাকার জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাবো।’

অনুষ্ঠানের সমাপ্তি পর্বে র‍‍্যাফেল ড্র ছাড়াও সদস্যদের মাঝে শুভেচ্ছাস্বরূপ প্রীতি উপহার তুলে দেওয়া হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM