বাংলাদেশের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ কী? যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো কিভাবে দেখছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন? নির্বাচন ঘনিয়ে এলে বাংলাদেশে দূতাবাসপাড়া সক্রিয় হয়ে ওঠে কেন? এসব প্রশ্নের উত্তর দিতে আজ জয়নিউজের অনলাইন অডিও পর্যালোচনা ‘দূর দ্রাঘিমার স্বর’-এ আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ।
ডাকসুর এই সাবেক ছাত্রনেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিবিসি বাংলার সাংবাদিক। প্রফেসর ড. আলী রীয়াজ দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, ইসলামি রাজনীতি ও রাজনৈতিক সংঘাত নিয়ে গবেষণা করছেন।
অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন জয়নিউজের পরামর্শক ও চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী।