বাঁশখালীতে হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মারল যুবককে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে লিচু বাগানে হাতি তাড়াতে গিয়ে প্রাণ গেল সিবগাতুল্লাহ রিজভী (১৮) নামে এক যুবকের।

- Advertisement -

বন্যহাতি তার শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মারলে গুরুতর আহত যুবককে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

- Advertisement -google news follower

বুধবার (১ মে) ভোর ৩ টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি এক নম্বর গোদারপাড় সংলগ্ন লিচু বাগানে এ ঘটনা ঘটে।

নিহত রিজভী একই ইউনিয়নের কুলিনপাড়া এলাকার মৃত তৈয়ব উল্লাহর ছেলে।

- Advertisement -islamibank

স্থানীয় সূত্রে জানা যায়, রিজভী বিগত কয়েক মাস ধরে পূর্ব বৈলছড়ি ৩ নম্বর ওয়ার্ডের নুন্না পুকুরপাড় এলাকার বদি আলমের ছেলে মো. ছগিরের মুদির দোকানে চাকুরী করে আসছে।

বুধবার রাত ২ টার দিকে লিচু বাগানে হাতি আসার খবর পেয়ে সেখানে দ্রুত ছুটে যায়। অন্ধকারে দেখতে পেয়ে সে হাতির আক্রমণের শিকার হন। এক পর্যায়ে হাতি তাকে শুঁড় দিয়ে ছুঁড়ে মারলে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী গুনাগরী মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM