চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুর বড়পাড়া এলাকায় সৈয়দুল হক নামে সত্তোরোর্ধ বয়সী এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্বজনরা প্রাথমিকভাবে ধারণা করছেন অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে সে মারা যায়। সৈয়দুল হক ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার আজমউল্লার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে ছৈয়দুল হক জোহরের নামাজ পড়ার জন্য স্থানীয় মসজিদে যান।
নামাজ শেষে বাড়ীতে ফেরার পর বিকেল থেকে সে অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে সে মাথা ঘুরে পড়ে গেলে পরিবারের সদস্যরা দ্রুত দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৈয়দুলকে মৃত ঘোষনা করেন।
দোহাজারী হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানজিমুল ইসলাম জানান, সৈয়দুল কে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
এরপর তারা ওই ব্যক্তিকে তাড়াহুড়ো করে নিয়ে যাওয়ায় মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। মৃত সৈয়দুল হকের ছেলে সরওয়ার হোসেন জানান, হিট ষ্ট্রোকে তার বাবার মৃত্যু হয়েছে।
জেএন/পিআর