বাংলাদেশে মুক্তি পেল ‘দ্য ফল গাই’

বিনোদন ডেস্ক :

বাংলাদেশের সিনেপ্রেমীদের বহির্বিশ্বের সিনেমা উপভোগের সুযোগ করে দেয়ার জন্য সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বরাবরই সচেষ্ট থাকেন। বিশ্বব্যাপী সাড়া জাগানো সিনেমাগুলো তারা এ দেশীয় দর্শকের জন্য মুক্তি দিয়ে থাকেন।

- Advertisement -

তবে মাঝে মাঝেই বাংলাদেশি দর্শককে চমকে দিতেই আন্তর্জাতিক মুক্তির আগেই সিনেমা মুক্তির ব্যবস্থা করেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এবারও বহির্বিশ্বের অন্যান্য দেশে মুক্তির আগে সবার আগের বাংলাদেশে মুক্তি পেলো ‘দ্য ফল গাই’।

- Advertisement -google news follower

আশির দশকের অ্যাকশন-অ্যাডভেঞ্চারভিত্তিক মার্কিন টিভি সিরিজ ‘দ্য ফল গাই’ বেশ জনপ্রিয়তা পেয়েছিলো সে সময়।

এবার সেই ‘দ্য ফল গাই’ পর্দায় আসছে চলচ্চিত্ররূপে। সিরিজের নামেই থাকছে ছবির নাম। হলিউডের নির্মাতা ডেভিড লিচ পরিচালিত ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ৩ মে।

- Advertisement -islamibank

তবে বাংলাদেশের দর্শকদের জন্য চমকপ্রদ খবর হলো, আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য ফল গাই’।

বুধবার (১ মে) দেশে ছবিটি মুক্তি দিয়েছে স্টার সিনেপ্লেক্স। তাই যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের অনেক দেশের আগেই বাংলাদেশের দর্শকরা এ ছবি দেখার সুযোগ পাচ্ছেন।

অ্যাকশন-কমেডি ধাঁচের এই সিনেমার পরিচালক ডেভিড লিচ। ‘দ্য ফল গাই’ ছবিতে নির্মাতা চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। ‘বার্বি’ তারকা রায়ান গসলিং এ সিনেমায় একজন স্টান্টম্যান চরিত্রে অভিনয় করছেন।

এই ছবিতে রায়ান গসলিংকে দেখা যাবে ওপেনহাইমার তারকা এমিলি ব্লান্টের সঙ্গে রহস্য সমাধান করতে। আরও অভিনয় করেছেন হ্যানা ওয়াডিংহাম, অ্যারন টেলর-জনসন, স্টেফানি সু এবং উইনস্টন ডিউক।

ইতোমধ্যে মুক্তির আগেই অন্যরকম এক রেকর্ড করে গিনেস বুকে জায়গা করে নিয়েছে ছবিটি। সর্বাধিক ক্যানন রোলের (শূন্যে গাড়িকে চক্কর দেওয়ানো) রেকর্ড করে গিনেস বুকে জায়গা করে নিয়েছে রায়ান গসলিং ও এমিলি ব্লান্টের আসন্ন ছবি ‘দ্য ফল গাই’।

এই অ্যাকশন-কমেডি ছবিতে কাজ করা স্টান্ট ড্রাইভার লোগান হোলাডে একটি গাড়িতে সর্বাধিক ক্যানন রোল করে ভেঙ্গে দিয়েছেন এর আগের জেমস বন্ড চলচ্চিত্র ক্যাসিনো রয়েলের রেকর্ড।

অস্ট্রেলিয়ার সিডনিতে ছবিটির চিত্রগ্রহণের সময় হোলাডে একটি গাড়িতে মোট সাড়ে আট বার ক্যানন রোল করতে সক্ষম হন। আর এর আগের রেকর্ডটি ছিল ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ক্যাসিনো রয়েলের। ছবিটিতে স্টান্টম্যান অ্যাডাম কার্লি একসাথে সাতটি ক্যানন রোল করেন।

জন উইক, অ্যাটমিক ব্লন্ড বা বুলেট ট্রেনের মতো অ্যাকশন ছবি পরিচালনার আগে নির্মাতা লিচ নিজেই একজন স্টান্টম্যান ছিলেন। ম্যাট ডেমন কিংবা ব্র্যাড পিটের স্টান্ট ডাবল হিসেবে কাজ করেছেন তিনি।তাই স্টান্টম্যানদের প্রতি তার ভালোবাসা অপরিসীম।

এ প্রসঙ্গে,পরিচালক লিচ এর আগে এন্টারটেইনমেন্ট উইকলিকে বলেছিলেন, ‘দ্য ফল গাই’ পুরো স্টান্ট সম্প্রদায়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, স্টান্ট ম্যান এবং পর্দার আড়ালের ক্রুরা মিলেই আসলে একটি ছবিকে পরিপূর্ণতা দান করে। সিনেমায় তাদের অবদান ও না বলা গল্প সবার সামনে তুলে ধরতেই এই ছবি তৈরি করা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM