চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকার টোল প্লাজার সামনে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে র্যাব-৭।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। গতকাল বুধবার (১ মে) দুপুরে এসব গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের বাসিন্দা আবু তৈয়বের ছেলে তোফায়েল আহম্মদ (২৭) ও কক্সবাজার সদর থানার বৈদ্যঘোনা গ্রামের মৃত নজির আহম্মেদের ছেলে মো. ইছহাক (৪০)।
আজ বৃহস্পতিবার (২ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি জানান, সোর্সের মাধ্যমে গোপন তথ্যে জানতে পারি শাহ আমানত সেতু দিয়ে একটি মাদকের চালান আসছে। এ খবরে সেতু টোল প্লাজায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে র্যাবের টিম।
একটি একটি পিকআপের গতিবিধি সন্দেহ জনক হলে থামানোর সংকেত দেওয়া হয়। গাড়িটি থামালে তল্লাশী চালিয়ে পিকআপ ভ্যানের পেছনে ২টি প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩০ কেজি গাঁজা পাওয়া যায়।
পরে পিকআপটি জব্দ করে কারবারে জড়িত দুজনকে গ্রেফতার করে তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএন/পিআর