দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্রের বৈধতা প্রশ্নে হাইকোর্টের আদেশটি স্পষ্ট করতে মামলার ফাইল বেঞ্চে ফেরত পাঠিয়েছেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টের কর্মকর্তারা জানিয়েছেন, হাইকোর্ট বেঞ্চের দুই বিচারকের মতামত ফাইলে স্পষ্টভাবে আসেনি। এ কারণে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি স্পষ্ট করতে বেঞ্চে পাঠিয়েছেন।
বুধবার (১২ ডিসেম্বর) হাইকোর্ট বেঞ্চ থেকে ফাইল পাওয়ার পর প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠন করে দিলে সেখানেই খালেদা জিয়ার আবেদনের নিষ্পত্তি হবে।
এর আগে মঙ্গলবার (১১ ডিসেম্বর) কারাবন্দি খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে করা রিট আবেদনে বিভক্ত আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার রিট আবেদনের পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।