চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মাহমুদ চৌধুরী আপেল মার্কার সমর্থনে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।
বুধবার (১২ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর চান্দগাঁও আবাসিক এলাকা কেন্দ্রীয় পাঠাগার মিলনায়তনে তার সমর্থনে এক মতবিনিময় সভা সমাজসেবক মোহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী চেয়ারম্যানের সভাপতিত্বে ও তৌফিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী হাসান মাহমুদ চৌধুরী।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে এলাকাবাসীর কাছে ক্লিন ইমেজের অধিকারী হাসান মাহমুদ চৌধুরী ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া ও সমর্থন পাচ্ছেন। যোগ্য মানুষের রাজনৈতিক পরিচয় এবং কোন প্রার্থী কোন দলের তা বিবেচ্য বিষয় নয়, সুখে-দুঃখে এলাকার সমস্যা সমাধানে প্রথম যাকে পাওয়া যাবে সেটাই বিবেচ্য বিষয়। তার ইচ্ছা স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনাও অনেক।
এসময় বক্তব্য রাখেন হাসান মাহমুদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী লায়ন আহসানুল করীম, চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকের হোসেন, চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জিয়াউদ্দিন আহমদ, বোয়ালখালী বুড়া মসজিদ পরিচালনা কমিটির মতোয়াল্লী মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী, চন্দ্রিমা আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মোজাহেদুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ মুহাম্মদ নজরুল ইসলাম, আব্দুল মান্নান, আবুল কাসেম সওদাগর, মোহাম্মদ আবু তৈয়ব, শমসেরপাড়া গাউসিয়া রহমানিয়া খানকা শরীফের পক্ষে শমসের ভাণ্ডারী, মোরশেদ স্বপন, জসিম উদ্দিন।