চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে গাছ, যান চলাচল ব্যাহত

অনলাইন ডেস্ক

ঝড়ো বাতাসের কারণে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার একাধিক স্পটে উপড়ে পড়েছে গাছ। এতে ঘন্টার পর ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বসতঘর, গাছপালা, বৈদ্যুতিক মিটার, খুঁটি ও ট্রান্সফরমার ভেঙে পড়েছে।

- Advertisement -

সোমবার (৬ মে) দুপুরের পর তীব্র বৃষ্টি ও প্রবল ঝড়ো হাওয়ায় এসব ঘটনা ঘটে। এছাড়া উপজেলার অন্তত ১০টি গ্রামে বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, লন্ডভন্ড হয়েছে জনপদ।

- Advertisement -google news follower

সরেজমিনে দেখা যায়, কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার পোমরা বুড়িরদোকান, সৌদিয়াগেট, পৌরসভার কাদেরনগর, মডেল মসজিদ এলাকা, মরিয়মনগরের চৌমুহনী বিহার গেট এলাকাসহ বিভিন্ন স্থানে সড়কের উপর গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়। গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, “ভারীবৃষ্টি ও প্রবল ঝড়ো হাওয়ার কারণে কাপ্তাই সড়কের একাধিক পৃথক স্থানে গাছ উপড়ে ও ভেঙে সড়কের উপর পড়েছে। এছাড়া মরিয়মনগর ডিসি সড়কের শান্তিনিকেতন, সরফভাটাসহ উপজেলার বিভিন্ন এলাকায় সড়কে গাছ ভেঙে পড়েছে। এতে এসব এলাকায় কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দীর্ঘ চেষ্টায় একে একে গাছগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।”

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM