দেশজুড়ে ডেস্ক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের ৯ কিলোমিটার এলাকায় বালুবোঝাই ট্রাক উল্টে সাজ্জাদ হোসেন (২০) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের শ্রমিক শহিদুল ইসলাম (২৫) আহত হয়েছেন।
নিহত সাজ্জাদ হোসেন চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার রাবার বাগান এলাকায় মৃত আজাদ উদ্দিনের ছেলে।
বুধবার (৮ মে) সকাল ৯ ঘটিকায় চট্টগ্রাম থেকে বালুবোঝাই ট্রাকটি বাঘাইছড়ি সদরে আসার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যাওয়া বালুবোঝোই ওই ট্রাকের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।
গটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার। তিনি বলেন, ট্রাক পাহাড়ি খাদে পরে একজন মারা গেছেন এবং একজন আহত হয়েছেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বাঘাইছড়ি থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। মরদেহের আইনি প্রক্রিয়া শুরু করেছেন জানায় থানার ওসিইশতিয়াক আহম্মেদ।
জেএন/পিআর