চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বিমান বাহিনীর ইয়াক ১৩০ (Yak-130) মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায কবলিত বিমানটির পাইলট ও কো-পাইলটকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)এ ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে বিমানটি পতেঙ্গায় নৌ বাহিনীর বোট ক্লাবের ওপর দিয়ে উড্ডয়নরত ছিল।
হঠাৎ বিমানটির পেছনের দিকে আগুন দেখা দেয়। এর পরপরই বিমানটি বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীর মোহনায় সাগরে পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, রাশিয়ার তৈরি ইয়াক ১৩০ (Yak-130) দুই সিটের উন্নত জেট সাবসনিক বিমানটির দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
জেএন/এমআর/পিআর