বর্তমান সময়ে যেখানে টি-টোয়েন্টি ফরম্যাটে হরহামেশাই দলগুলো আড়াইশর বেশি রান করে ফেলছে, সেখানে একটি দল অলআউট হলো মাত্র ১২ রানে।
হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য হলেও এমন এক রেকর্ড হয়েছে। করেছে মঙ্গোলিয়া। তার চেয়েও অবিশ্বাস্য খবর আছে। অনেকেই জেনে অবাক হবেন যে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই কোনো দলের সর্বনিম্ন স্কোর নয়। এর চেয়েও কম রানে অলআউট হওয়ার রেকর্ড আছে।
মঙ্গোলিয়া দল এখন জাপান সফর করছে। দুই দলের মধ্যে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে। এই সিরিজেরই দ্বিতীয় ম্যাচে মাত্র ১২ রানে অলআউট হয়েছে মঙ্গোলিয়া।
মঙ্গোলিয়ার ৬ ব্যাটার খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান। দলের সর্বোচ্চ স্কোরার ব্যাটসম্যান করেছিলেন মাত্র ৪ রান।
এই ম্যাচে প্রথমে ব্যাট করে জাপান দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১৭ রান তোলে। জবাবে ৮.২ ওভারেই মঙ্গোলিয়ার পুরো দল মাত্র ১২ রানে গুটিয়ে যায়।
এটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০২৩ সালে স্পেনের বিপক্ষে আইল অফ ম্যান মাত্র ১০ রানে গুটিয়ে গিয়েছিল। সেটিই এখন পর্যন্ত বিশ্বরেকর্ড।
জেএন/পিআর