খন্দকার মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

কুমিল্লায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা-১ (দাউদকান্দি) ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে।

- Advertisement -

পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই’র এজেন্ট মেহমুদের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনকে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র দাবি করে মামলাটি হয়েছে।

- Advertisement -google news follower

দাউদকান্দি থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলাটি করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদ  চেয়ারম্যান  মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। বুধবার (১২ ডিসেম্বর) রাতে দাউদকান্দি থানায় মামলা দায়ের করেন তিনি।

মামলার বাদি মোহাম্মদ আলী সুমন অভিযোগে বলেন, বুধবার রাতে একটি গণমাধ্যমে অভিযুক্ত দুইজনের সংলাপ প্রকাশিত হলে তাতে বোঝা যায় তাঁরা নির্বাচনে জয়ী হওয়ার জন্য ষড়যন্ত্রমূলক রাষ্ট্রবিরোধী অপরাধে লিপ্ত হচ্ছেন।

- Advertisement -islamibank

মামলার বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমরা অভিযোগ গ্রহণ করেছি।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM