দ্বিতীয় দফায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের হাটহাজারীতে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী প্রার্থীর থেকেও ২ হাজার ৯শ ৯২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গণী চৌধুরী।
ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে হাটহাজারীর ফকিরহাট ইউনাইটেড অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আশরাফ উদ্দীন এবং সাজেদা বেগম মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে ইউনুস গণী চৌধুরী (আনারস) প্রতীকে ৩৬ হাজার ৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান (ঘোঁড়া) পেয়েছেন ৩৩ হাজার ৮৫ ভোট।
চেয়ারম্যান পদের অন্য প্রার্থী উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএস রাশেদুল আলম (মোটরসাইকেল) পেয়েছেন ২৬ হাজার ৪৮৮ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আশরাফ উদ্দিন জীবন (টিউবওয়েল) পেয়েছেন ৩৮ হাজার ৮শ ৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক বাল্ভ প্রতীকের প্রার্থী এমএ খালেদ চৌধুরী পেয়েছেন ২৫ হাজার ১শ ২৩ ভোট।
এছাড়া অশোক নাথ (তালা) পেয়েছেন ২১ হাজার ৮শ ২৯ ভোট, নুরুল আবছার (চশমা) পেয়েছেন ০৮ হাজার ৪৮ ভোট।
উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদে চারজন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এদের মধ্যে সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম ৩০ হাজার ৭১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা ভাইস-চেয়ারম্যান (মহিলা) নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রজাপতি প্রতীকের বিবি ফাতেমা শিল্পী পেয়েছেন ২৩ হাজার ৬২৭ ভোট। এছাড়াও জাতীয় মহিলা সংস্থা হাটহাজারী উপজেলার চেয়ারম্যান শারমীন আক্তার (হাঁস) প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৫৪৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়া বর্তমান ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৮ হাজার ৪৪২ ভোট।
বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার এবিএম মশিউর জামান।
জানান, ১৪ টি ইউনিয়নে ১৪ জন ও ১ টি পৌরসভায় ১ জন এবং অতিরিক্ত দুইজন সহ মোট ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র্যাব ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ভিডিপির সদস্যগণ দায়িত্ব পালন করেন।
জেএন/এমআর