আলুর হিমাগারে মজুত লাখ লাখ ডিম!

দেশজুড়ে ডেস্ক :

বগুড়ায় আলুর হিমাগারে সোয়া ২ লাখ ডিম মজুত রাখায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

বুধবার সদর উপজেলার এরুলিয়া এলাকার কাফেলা কোল্ডস্টোরেজের মালিককে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -google news follower

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, কাফেলা কোল্ডস্টোরেজে আলুর পাশাপাশি ফল ও ডিম সংরক্ষণের অনুমোদন রয়েছে। বাজারে কৃত্রিম সংকট তৈরির জন্য সেখানে এক মাস ধরে লাখ লাখ ডিম মজুতের অভিযোগ ওঠে।

- Advertisement -islamibank

খবর পেয়ে বুধবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে ২ লাখ ১৮ হাজার ১৭৯টি ডিম পাওয়া যায়। অবৈধভাবে ডিম মজুতের অপরাধে মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেই সঙ্গে আজ বৃহস্পতিবারের মধ্যে মজুত ডিমগুলো বাজারে বিক্রির নির্দেশ দিয়েছেন আদালত। তবে কাফেলা কোল্ডস্টোরেজের ব্যবস্থাপক আব্দুল হান্নানের দাবি, তাঁর হিমাগারে ডিম সংরক্ষণের অনুমতি রয়েছে।

এক সপ্তাহ আগে সদরের নুনগোলায় সাথী কোল্ডস্টোরেজে ১ লাখ এবং পাশের কাহালু উপজেলার আফরিন কোল্ডস্টোরেজে অবৈধভাবে মজুত প্রায় ৫ লাখ ডিম জব্দ করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM