রাঙামাটি জেলার কাপ্তাই থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি চোলাই মদ, ভোটকা ও গাঁজাসহ ৩ জনকে আটক করেছে।
বুধবার সন্ধ্যা পৌণে ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত সোয় ৩ টার মধ্যে উপজেলার ৫নং ওয়ার্ডের মেসার্স কাপ্তাই ফিলিং স্টেশনের সামনে এবং ৪নং ওয়ার্ডস্থ আগুনিয়াছড়া মুখ ঘাঘড়া-বড়ইছড়ি সড়কের পাকা রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শেখ সৈকত হোসেন শাওন (১৯), মো. মাকসুদুর রহমান তন্ময় (২৪) ও মো. আক্তার কামাল (৪৪)।
এদেন বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত সোয়া ৩টার সময় শাওন ও তন্ময়কে ৭ শত ৫০ মিলি লিটার দেশীয় ভোটকা মদ এবং ১০ গ্রাম গাঁজা সহ আটক করে পুলিশ।
অপরজন কামালকে ১৬ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ আটক করা হয় বুধবার সন্ধ্যা পৌণে ৬টায়।
এসব তথ্য নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি আবুল কালাম বলেনম অবৈধ মাদক নিজেদের হেফাজতে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা করা হয়েছে। আটককৃত আসামিদের বৃহস্পতিবার রাঙামাটি আদালতে পাঠানো হয়।
জেএন/পিআর