বাবা হারালেন অভিনেত্রী আফসানা মিমি

অনলাইন ডেস্ক

অভিনেত্রী আফসানা মিমি। নব্বই দশকে কাজ করেন একাধিক কালজয়ী নাটকে। আজ ২৩ মে সকালে তার বাবা সৈয়দ ফজলুল করিম পৃথিবীর মায়া ত্যাগ করেন।

- Advertisement -

অভিনেত্রীর বাবার মৃত্যুর সংবাদটি গণমাধ্যমে নিশ্চিত করেন আরেক অভিনেত্রী শিল্পী সুবর্ণা মুস্তাফা।

- Advertisement -google news follower

নিজের ফেসবুক পেজ থেকে সহকর্মীর বাবার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে স্ট্যাটাসে তিনি লিখনে, ‘আমাদের প্রিয় বন্ধু আফসানা মিমির বাবা মারা গেছেন।

বাদ জোহর উত্তরা ১৪নং সেক্টরে মিমির বাসস্থানে মরহুমের জানাজা হবে। তার রুহের মাগফেরাত কামনা করছি। শান্তিতে ঘুমাও খালু।

- Advertisement -islamibank

মিমির বাবা পেশায় একজন সরকারি কর্মকর্তা ছিলেন। দীর্ঘ সময় তিনি দেশের পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেছেন।

নব্বই দশক থেকেই দাপটের সঙ্গে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন আফসানা মিমি।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও দেখা গেছে তাকে। তার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে, ‘দিল’, ‘নদীর নাম মধুমতী, ‘চিত্রা নদীর পারে ’ ও ‘প্রিয়তমেষু’।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM