পদ্মা ব্যাংকের ৮৯ কোটি টাকা ঋণখেলাপির মামলায় চট্টগ্রামের চন্দনাইশে জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ ও তাঁর স্ত্রী তানজিনা সুলতানা জুহিকে গত ৩০ এপ্রিল পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের জজ মো. মুজাহিদুর রহমান।
তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ইস্যু হয়েছে। তবে ঋণখেলাপির মামলায় দণ্ডিত হয়েও চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন জসিম উদ্দীন। মোটরসাইকেল প্রতীক নিয়ে বর্তমানে তিনি নির্বাচনী মাঠে রয়েছেন।
অবশেষে নির্বাচনে ভোট গ্রহণের আর মাত্র ২দিন বাকি থাকতেই দুঃসংবাদটি পেলেন এ প্রার্থী। ঋণখেলাপির দায়ে জসিম উদ্দিনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত।
বরিবার (২৬ মে) দুপুরে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মো. মুজাহিদুর রহমান এ আদেশ দেন। রায়ে আগামী ৩০ মে`র মধ্যে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আহমদকে গ্রেফতার করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয় আদালত।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান।
জেএন/পিআর