চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনুর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনের দুদিন আগে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে তাঁর প্রার্থিতা বাতিল করলো ইসি।
রবিবার (২৬ মে) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।
ইসি সচিব সাংবাদিকদের বলেন, ২৬ মে চেয়ারম্যান প্রার্থীর ব্যাখ্যা তলব করা হয়েছিল। এর প্রেক্ষিতে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী (ঘোড়া প্রতীক) উপস্থিত হয়েছেন।
তিনি অভিযোগের দফা অনুযায়ী জবাব দিয়েছেন। কমিশনও তা শুনেছেন। শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছেন।
এ ব্যাপারে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, চন্দনাইশের উপজেলা ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু আহমদ চৌধুরী জুনুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আবু আহমদ চৌধুরী জুনু জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে না পারলেও কর্তৃপক্ষ সম্পূর্ণ একতরফাভাবে আমার মনোনয়নপত্র বাতিল করেছেন।
আদালতের আশ্রয় নেওয়ারও কোন সুযোগ দেয়া হচ্ছেনা। সুযোগ থাকলে প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানা গেছে।
এদিকে ঋণখেলাপির দায়ে অপর এক চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী জসিম উদ্দিনকেও গ্রেফতারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। ফলে যেকোন সময়ে তিনি গ্রেফতার হতে পারেন।
এর মধ্যে বৃহস্পতিবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী। বর্তমানে চন্দনাইশে প্রার্থী রয়েছেন আহম্মদ হোসেন।
জেএন/পিআর