চট্টগ্রামের আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল আহমেদ ও চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলামকে সাময়িক প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং বির্তকিত ভুমিকার কারণেই তাদেরকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় কমিশন।
সোমবার (২৭ মে) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানা গেছে।
ইসি জানায়, চট্টগ্রামের চন্দনাইশ ও আনোয়ারা থানার ওসিকে ৩১ মে পর্যন্ত সাময়িক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ দুই ওসিকে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শককে (তদন্ত) ৩১ মে পর্যন্ত দায়িত্বে থাকতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি আইজিপির পাশাপাশি মন্ত্রীপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, চট্টগ্রাম ডিআইজি, চট্টগ্রাম ডিসি ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের বরাবর অনুলিপি পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে আনোয়ারার সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠে থানার ওসির বিরুদ্ধে।
এতে আইজিপি ও ইসি সহ সংশ্লিষ্ট দপ্তরে ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আনারস প্রতীক চেয়ারম্যান প্রার্থী কাজী মোজাম্মেল হক।
জেএন/পিআর