প্রার্থিতা ফিরে পেয়েছেন চন্দনাইশের চেয়ারম্যান প্রার্থী জুনু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনুর প্রার্থিতা ফিরে পেয়েছেন।

- Advertisement -

ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জুনু উচ্চ আদালতে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

- Advertisement -google news follower

সোমবার (২৭ মে) আবু আহমেদ চৌধুরী জুনুর করা এক রিটে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

এর আগে রবিবার (২৬ মে) দুপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন।

- Advertisement -islamibank

বাতিলের পরপরই প্রার্থী উচ্চ আদালতে (হাই কোর্টে) আপিল করেন। আদালত যাচাই-বাছাই সাপেক্ষে নির্বাচন কমিশনের রায় খারিজ করে আবু আহমেদ চৌধুরী এর প্রার্থিতা বহাল রাখার পক্ষে রায় দেন।

উচ্চ আদালতের এই রায়ের ফলে প্রার্থীর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা থাকল না।

এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী বলেন, আইনের প্রতি পূর্ণ আস্থা রেখে এবং আচরণবিধি মেনে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। ব্যালটের মাধ্যমে জনগণের বিজয় সুনিশ্চিত করব।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM