মহাজোট প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী ও বিএনপি প্রার্থী জসিম উদ্দিন সিকদারের নির্বাচনি প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে রাউজান।
শুক্রবার (১৪ ডিসেম্বর) এ বি এম ফজলে করিম চৌধুরী চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা, চিকদাইর, হক বাজার, চিকদাইর পাঠানপাড়া, রাউজানের উত্তর গুজরা, মোহাম্মদপুর এলাকায় নৌকায় ভোট চেয়ে প্রচারণা চালান ।
বিভিন্ন পথসভায় ফজলে করিম চৌধুরী নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখা ও সুশাসন নিশ্চিত করার জন্য ভোটারদের আহ্বান জানান ।
এদিকে সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা, হলদিয়া, গর্জনিয়া, এয়াসিন নগর জানিপাথর, পশ্চিম ডাবুয়া, বাইন্যার হাট, রামনাথ পাড়া, পূর্ব ডাবুয়া, হাসান খীল এলাকায় নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালান ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোজাফফর আহম্মদ, চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন উপস্থিত ছিলেন ।
এদিকে বিএনপি প্রার্থী জসিম উদ্দিন সিকদার শুক্রবার বিকালে রাউজানের মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট রফিকুল আলম, উত্তর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক এইচ এম নুরুল হুদা, বিএনপি নেতা জিয়াউদ্দিন।
তিনি মোহাম্মদপুর এলাকায় গণসংযোগকালে মোয়াজ্জেম বাড়িতে তাঁর এক নিকটাত্মীয়ের মেজবান অনুষ্ঠানে যান। এসময় মহাজোট প্রার্থী ফজলে করিম ও তার পুত্র ফারাজ করিম চৌধুরী দলীয় নেতা-কর্মীদের নিয়ে মেজবান অনুষ্ঠানে উপস্থিত হলে তাঁরা কোলাকুলি করে পরস্পর কুশল বিনিময় করেন।