চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার ভারত বর্ডারে।
বুধবার (২৯ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে এই ভূমিকম্পের ঘটনা ঘটে।
ঢাকা, সিলেট, রাজশাহী, খাগড়াছড়ি, ফেনী, সিলেট, রাজশাহী, যশোরসহ বিভিন্ন এলাকায়ও ভূমিকম্পের খবর পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, মায়ানমার সময় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিট এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। মিয়ানমার মাওলাইক সাগাইং থেকে ৩২ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এই ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ছিল ৯৫ কিলোমিটার।
মিয়ানমার বা বাংলাদেশে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
জেএন/এমআর