বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে তৃতীয় ধাপের চট্টগ্রাম আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।
বুধবার (২৯ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। ভোট গণনা শেষে আসছে ফলাফল। এ উপজেলায় আনারস প্রতীকের কাছে বিপুল ভোটে পরাজিত হয় দোয়াত কলম।
রাতে আনোয়ারা উপজেলা পরিষদ হল রুমে প্রার্থীদের মাঝে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
এতে দেখা যায়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনারস প্রতীকের প্রার্থী কাজী মোজাম্মেল হক ভোট পেয়েছেন ৫৮ হাজার ৮৩০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল হক চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮০৭ ভোট। একই পদে ভোটের আগেই নির্বাচন থেকে সরে যাওয়া মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম এ মান্নান চৌধুরী পেয়েছেন ৩৩০ ভোট।
ভাইস চেয়ারম্যান পুরুষ এম এ মান্নান মান্না চশমা প্রতীকে ৩১ হাজার ১৫৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর চৌধুরী টিয়া পাখি প্রতীক ৩০ হাজার ৪৩৭ ভোট।
একই পদে সুগ্রীব মজুমদার দোলন (তালা) পেয়েছেন ১৯ হাজার ৯৭১ ভোট, সালাউদ্দিন সারো (টিউবওয়েল) পেয়েছেন ৬ হাজার ৬১৮ ভোট, সন্তোষ কুমার দে (বই) পেয়েছেন ৩ হাজার ৫৫৪ ভোট ও প্রদীপ দত্ত (মাইক) পেয়েছেন ২ হাজার ৩৪৮ ভোট।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এড. চুমকি চৌধুরী হাঁস প্রতীকে ৪৫ হাজার ৯৪০। তার প্রতিদ্বন্দ্বী পারভীন হাবিব কলস প্রতীকে ২৫ হাজার ৮২ ভোট। তাছাড়া মরিয়ম বেগম পেয়েছেন ২৩ হাজার ৪৮০ ভোট।
জেএন/পিআর