তৃতীয় ধাপে চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।
ভোট গণনা শেষে পটিয়া উপজেলায় দোয়াত কলম প্রতীক নিয়ে মো. দিদারুল আলম দিদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মো. দিদারুল আলম ৫৬ হাজার ৫৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজি মুহাম্মদ হারুনুর রশিদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ১৪২ ভোট।
এ উপজেলায় ১২৮টি ভোটকেন্দ্র থাকলেও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযাগে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
১২৮টি কেন্দ্রের মধ্যে ১২৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন সহকারি রিটার্নিং অফিসার আরিফুল ইসলাম। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৬১৫। মুলত স্থগিত ভোট কেন্দ্রের ফলাফলের উপর নির্ভর করছে দুই উপজেলা ভাইস চেয়ারম্যানের ভাগ্য।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমানে এগিয়ে রয়েছেন আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার (উড়োজাহাজ)। তিনি পেয়েছেন পেয়েছেন–২৩ হাজার ৮৫০ ভোট।
২৩ হাজার ৭৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ডা. এমদাদুল হাসান (বই)। তাছাড়া ঝুলন দত্ত (চশমা) ১৯ হাজার ৮৮৯, মুহাম্মদ নাজিম উদ্দীন (টিউবওয়েল) ১১ হাজার ৩০৭, সাইফুল হাসান টিটু (মাইক)৭ হাজার ৩২৩, মোজাম্মেল হোসেন (টিয়া পাখি) ৬ হাজার ৭২৭, মুহাম্মদ বেলাল (বৈদ্যুতিক বাল্ব) ৪ হাজার ৯৫৭ ও আশীষ তালুকদার (তালা) পেয়েছেন ৩ হাজার ১৬৯ ভোট পেয়েছেন।
অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন মাজেদা বেগম শিরু (কলস)। তিনি পেয়েছেন ২৪ হাজার ৮৯৪ ভোট।
২৪ হাজার ৭৩১ ভোট পেয়ে তার নিকটতম রয়েছে সাজেদা বেগম (প্রজাপতি)।
তাছাড়া কানিজ ফাতেমা (পদ্ম ফুল)-২১ হাজার ১৩৭, সুমি দে (বৈদ্যুতিক পাখা)-১৪ হাজার ৫৩৬, মনুর আয়েশা বেগম (ফুটবল)-১০ হাজার ৪৩ ও আফরোজা বেগম (হাঁস) ২ হাজার ৩০৯ ভোট পেয়েছেন।
এ উপজেলায় ৩১ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়েছে।
জেএন/পিআর