গত ১০ বছরে বদলে গেছে রাঙ্গুনিয়া: হাছান মাহমুদ

সুপরিকল্পিত উন্নয়ন হয়েছে রাঙ্গুনিয়ায়। গত ১০ বছরে দেশ যেমন বদলে গেছে, তার চেয়েও বেশি বদলে গেছে রাঙ্গুনিয়া। প্রতিপক্ষের বাড়ির আঙিনার রাস্তাও পাকা হয়েছে। বিরোধী রাজনৈতিক নেতাদের নামে সরকারি অর্থায়নে ভবন হয়েছে। বিরোধীপক্ষের অনেকে চাকরি পেয়েছে। উন্নয়নের কারণে রাঙ্গুনিয়ার অনেক জায়গা দেখতে এখন ইউরোপের দেশগুলোর মতই সুন্দর।

- Advertisement -

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এসব কথা বলেছেন। শনিবার (১৫ ডিসেম্বর) সকালে নগরের প্রবর্তক মোড়ে মুন্নী প্লাজায় চিটাগং আইটি ফেয়ার নামে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করছিলেন তিনি।

- Advertisement -google news follower

ড. হাছান মাহমুদ বলেন, বিরোধীদলের নেতাকর্মীরা পর্যন্ত স্বীকার করতে বাধ্য, গত ১০ বছরে বদলে গেছে রাঙ্গুনিয়া। ১০ বছর আগে রাঙ্গুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সকালে যাত্রা শুরু করে সন্ধ্যা হয়ে যেত। এখন এসব অতীত।

তিনি বলেন, রাঙ্গুনিয়ার অনেক জায়গায় এখন গেলে মনে হয়, এটি ইউরোপের কোনো অংশ। এলাকাভিত্তিক সেভাবে উন্নয়ন করেছি। এ কারণে জনগণ আমাদের পাশে আছে।

- Advertisement -islamibank

এমপি হওয়ার পর রাঙ্গুনিয়ার মানুষের পাশে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। সবাইকে সমান চোখে দেখেছি। প্রতিপক্ষের বাড়ির আঙিনায় পাকা রাস্তা হয়েছে। বিরোধী রাজনৈতিক নেতাদের নামে সরকারি অর্থায়নে ভবন হয়েছে। বিরোধীপক্ষের অনেকে চাকরিও পেয়েছে। সে হিসেবে আগামী নির্বাচনে এমপি হিসেবে সবাই আবার আমাকে বেছে নেবেন বলেই আমার বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. শাহজাহান সিকদার, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, চট্টগ্রাম সিটি করপোরেশন শিক্ষা স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট রেহানা বেগম রানু, রাঙ্গুনিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক ডা. মো. সেলিম, আমেরিকান উন্নয়নকর্মী ব্রায়ান গেগরি, উইলিয়াম কেরি স্কুলের অধ্যক্ষ ক্যারি, মুন্নীপ্লাজা ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মাসুদ প্রমুখ।

জয়নিউজ/অভি/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM