কক্সবাজারে ঈদগাঁও উপজেলা ইসলামপুর শিল্প এলাকার একটি লবণ কারখানায় লবণের গাড়ি লোড করে বাড়ি ফেরার পথে আচমকা বজ্রপাতের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে এক শ্রমিক।
শনিবার দুপুর ১টার দিকে ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ মধ্যম নাপিতখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নূরুল হুদা (৩৫)। সে স্থানীয় মরহুম ছিদ্দিক আহমদের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার সালাহ উদ্দীন বাবুল জানান, সকালে কয়েকটি গাড়ি লোড করে বাড়ি ফেরার সময় রেল লাইনের পাশের স্থানে পৌঁছালে ঝড়ো হাওয়ার মধ্যে আচমকা বজ্রপাতের শিকার হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
স্থানীয়রা উদ্ধার করে ঈদগাঁও বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন জানান, প্রশাসনিক অনুমতি নিয়ে লাশ দাফনের চেষ্টা করছেন তার স্বজনরা।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, এ ব্যাপারে থানায় কেউ অবহিত করেনি।
জেএন/পিআর