চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পৌরসদরের বিবিরহাট বাজারের পানের গলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৯ জুন) ভোর রাতে পৌরসভা মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেনের পারিবারিক টিনশেডের মার্কেটে আগুন লাগার ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের এক ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই মার্কেটের চারটি দোকান পুড়ে যায়।
এদের মধ্যে নিলক পালের মুদি দোকান, ইস্কান্দারের চাউলের দোকান, ইলিয়াসের মুদি দোকানটি বেশি ক্ষতিগ্রস্থ হয়। অপর একটি চায়ের দোকান আংশিক পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাতে দোকান বন্ধ করে সবাই বাড়িতে চলে যাই। ভোরে প্রতিবেশীদের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাজারে ছুটে যাই। এসে দেখেন আগুনে দোকান পুড়ে সব শেষ হয়ে গেছে।
বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে বাজারের চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছি।
ফটিকছড়ি ফায়ার ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা (এসও) ডলার ত্রিপুরা বলেন, স্থানীয়দের কাছ থেকে রবিবার ভোরে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে।
তারা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা নেই। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে টিম।
জেএন/পিআর