ওয়ানডে র্যাংকিংয়ের সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সফরকারী উইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৬.৩৩ গড়ে ৫ উইকেট তুলে নেন মোস্তাফিজ।
ভালো পারফর্মেন্সের পুরস্কারস্বরুপ র্যাংকিংয়ে তিনি ২৮ নম্বর স্থান থেকে এক লাফে পাঁচ নম্বর স্থানে নিজের জায়গা করে নিয়েছেন।
উন্নতি হয়েছে বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারদেরও। বাংলাদেশের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা ১০ ধাপ এগিয়ে এখন ২৩তম স্থানে। সাকিব আল হাসান ২৬ আর মেহেদী হাসান মিরাজ আছেন ২৮ নম্বরে।
অন্যদিকে দলের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল (১৫) ও মুশফিকুর রহিমও (১৬) র্যাংকিংয়ে ভালো অবস্থানে উঠে এসেছেন।