সুপার এইটের ভেন্যুতে পৌঁছেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

বেশ নাটকীয়তার পর চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের ৪ ম্যাচে ৩ জয়ে সেরা আটে জায়গা করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সুপার এইটে বাংলাদেশের প্রথম দুই ভেন্যু অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম। ইতিমধ্যে সেখানে পৌঁছেছে শান্ত-সাকিবরা।

- Advertisement -

মঙ্গলবার (১৮ জুন) অ্যান্টিগায় পা রেখেছে টাইগাররা। সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। সুপার এইট পর্বে বাংলাদেশ দল ম্যাচ খেলবে দুই ভেন্যুতে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে খেলার পর বাংলাদেশ যাবে সেন্ট ভিনসেন্টে।

- Advertisement -google news follower

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ২১ জুন ভোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে ২২ জুন বাংলাদেশ সময় সাড়ে ৮ টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

ভারতের বিপক্ষে খেলার পর বাংলাদেশ যাবে সেন্ট ভিনসেন্টে। সেখানে ২৫ জুন ভোরে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM