মালয়েশিয়া বাংলাদেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (২০ জুন) সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাসিম প্রতিমন্ত্রী পলকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এমন আগ্রহের কথা জানান।
সাক্ষাৎ শেষে জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকে বলেন, আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান কোম্পানি। নতুন করে রাজস্ব না বাড়িয়ে সেবার মান বাড়লে আইসিটি সেক্টরে নতুন খাত তৈরি হবে। এতে রাজস্ব আহরণ ও বিনিয়োগ বাড়বে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশিরা বিনিয়োগ করতে ও বাড়াতেই চায়। কিন্তু নানা শুল্ক, বাড়তি কর ও বাড়তি মূসক এই খাতকে এগোনোর গতিকে ধীর করে দিচ্ছে। এ নিয়ে রাজস্ব বোর্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করি।
জেএন/এমআর