চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ১৭০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী, চট্টগ্রামের সাবেক এমএলএ মুক্তিযোদ্ধা আবু সালেহ, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো. সাহাবউদ্দিন, মহানগর কমান্ডার মোজাফফর আহমদ।
সভাপতির বক্তব্যে মেয়র বলেন, স্বাধীনতার পর থেকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি। যে স্বপ্ন ও চেতনা নিয়ে বীর বাঙালি দেশ স্বাধীন করেছিল সেই স্বপ্নপূরণ করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রচেষ্টার ধারাবাহিকতা রাখতে হবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা। বক্তব্য রাখেন সচিব মো আবুল হোসেন, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। সঞ্চালনায় আছেন মো. সাহাব উদ্দিন মজুমদার ও কনক দাশ। ধন্যবাদ জ্ঞাপন করেন কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।