কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে জ্যামাইকাকে হারিয়েছে মেক্সিকো। যুক্তরাষ্ট্রের টেক্সাসে রোববার সকালে (২৩ জুন) মুখোমুখি হয় উত্তর আমেরিকার দেশ দুটি।
৬৯ মিনিটে জেরার্ডো আরতেগার গোলে ১-০ গোলের ব্যবধানে জয় পায় মেক্সিকো। ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত মেক্সিকো।
চতুর্থ মিনিটে লুইস চাভেজের সোজাসুজি শট রুখে দেন জ্যামাইকান গোলরক্ষক। ১২ মিনিটের মাথায় সুযোগ পেয়েছিলেন জ্যামাইকাও।
কিন্তু কেসি পালমার ভলি শট ঠিকঠাক মত নিতে পারেনি। ২১ নিনিটে সামার নিকোলসনের হেড মেক্সিকোর গোলবারের সাময়ান্য বাইরে দিয়ে চলে যায়।
প্রথমার্ধ গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর বল দখলে এগিয়ে থেকে আক্রমণের ধার বাড়ায় মেক্সিকো। তবে ৫৩ মিনিটে জ্যামাইকার মিথাইল এন্তনিও গোল করলেও সেটি অফসাইডে বাতিল হয়। ৫৭ মিনিটে জ্যামাইকার চাভেজের শট রুখে দেন মেক্সিকোর গোলরক্ষক।
৬৯ মিনিটে গোল করে লিড নেয় মেক্সিকো। জেরার্ডো আরতেগা ডি বক্সের বাইরে থেকে বাম পায়ের দারুণ শটে গোল করে দলকে এগিয়ে দেন।
পুরো ম্যাচে ৬১ শতাংশ বল নিজেদের দখলে রেখে শেষ পর্যন্ত ঐ ব্যবধানেই জিতে মাঠ ছাড়ে মেক্সিকো।
জেএন/পিআর