জরিমানা গুনল আনোয়ারার আফিয়া আইসক্রিম

কাপড়ের রং দিয়ে আইসক্রিম!

অপরাধ ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের পশ্চিমে এ মাবুদ ভবন এলাকার একটি টিনশেড ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে আইসক্রিম।

- Advertisement -

অনুমোদনহীন এ কারখানায় আইসক্রিম তৈরিতে ব্যবহার হচ্ছে নিন্মমানের কেমিক্যাল, স্যাকারিন। মেশানো হচ্ছে কাপড়ের রং ও কৃত্রিম সুগন্ধি। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক।

- Advertisement -google news follower

গোপন সোর্সের এমন খবরে আজ এ কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে সমস্ত অভিযোগের হাতেনাতে প্রমান মেলে। প্রথমবারের মতো সতর্ক করে দিয়ে অনুমোদনহীন কারখানাটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন প্রশাসন।

সোমবার (২৪ জুন) বিকেলে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মোহাম্মদ।

- Advertisement -islamibank

অপর দিকে একই সময়ে উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকায় টানেল রেস্টুরেন্টে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন।

তিনি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্মকর্তা ফারহানা জাহান পারুল ও আনোয়ারা থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM