নাভিন-উল-হকের জোড়া আঘাত নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের স্বপ্ন। রশিদ খানের বোলিং তোপে তা হয়ে গেল এলোমেলো।
লিটন দাসের ব্যাটে যা একটু আশা জিইয়ে ছিল সেটুকুও শেষে বোলিংয়ে ফিরে নিভিয়ে দিলেন নাভিন।
বৃষ্টি আর রোমাঞ্চের ভেলায় চড়ে নাটকীয়তার নানান বাঁক পেরিয়ে বাংলাদেশের স্বপ্ন গুড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল আফগানিস্তান।
সেমিফাইনালে যেতে ১১৬ রানের লক্ষ্য বাংলাদেশকে পূরণ করতে হতো ১২.১ ওভারে। সেটা তো হয়-ই নি, নিয়ম রক্ষার জয়ের জন্য বৃষ্টির বাধায় পরে লক্ষ্য নেমে আসে ১৯ ওভারে ১১৪ রানে। সেটাও পূরণ করতে পারেনি বাংলাদেশ।
৭ বল বাকি থাকতে ১০৫ রানে গুটিয়ে গেছে টাইগাররা। ৮ রানের জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে আফগান্তিান।
তাদের এই জয়ে বিদায় নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার।
জেএন/পিআর