বান্দরবানে ১৩ ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠাতে হেলিকপ্টার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের চারটি উপজেলার ১৩টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠাতে ব্যবহৃত হবে হেলিকপ্টার। তারমধ্যে থানচিতে ৬টি, রোয়াংছড়িতে ২টি, রুমায় ৩টি, আলীকদমে ২টি ভোটকেন্দ্র রয়েছে।

- Advertisement -

কেন্দ্রগুলো হচ্ছে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়মধু বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোটমধু সাখইউ কারবারি পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, তীন্দু ইউনিয়নের তীন্দু গুপিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াই হ্লা কারবারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়নের রনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলেক্ষ্যং ইউনিয়নের দৈয়কুমার পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিকদম উপজেলার মাংরুম পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পোয়ামহুরী রেজি: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের নুনতিয়া হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিংলকপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

- Advertisement -google news follower

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলায় ১৭৬টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ভোট কক্ষের সংখ্যা ৬০৫টি। ৪ হাজার ৪৭৯ বর্গ কিলোমিটার আয়তনের এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৯৩ জন। এর মধ্যে ১ লাখ ১৮ হাজার দুইশ’ ৯৪ জন নারী এবং ১ লাখ ২৯ হাজার একশ’ ৯৯ জন পুরুষ। নতুন ভোটারের সংখ্যা হচ্ছে ৬ হাজার ৫৮৬ জন।

নির্বাচনি কাজে নিয়োজিত থাকবে ১৯৫ জন প্রিজাইডিং অফিসার, ৬৬৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৩৩২ জন পোলিং অফিসার। এছাড়াও ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রায় দেড় হাজার পুলিশ সদস্য ছাড়াও বিজিবি, আনসার এবং সেনাসদস্য মোতায়েন থাকবে।

- Advertisement -islamibank

বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম জানান, বান্দরবান আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৬টি। তারমধ্যে দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন ১৩টি ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনি সরঞ্জাম পাঠাতে ব্যবহার করা হবে হেলিকপ্টার। সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় হেলিকপ্টারযোগে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হবে।

তবে জেলায় এখনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়নি বলে তিনি জানান।

জয়নিউজ/আলাউদ্দিন/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM